কোরআন মানতে গিয়েই সহীহ হাদিস মানতে বাধ্য কেন?
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ তা'আলার রহমতে ভাল এবং সুস্থ আছেন। তো যাইহোক বাড়তি কথা না বলে মূল কথায় আসা যাক ইনশাআল্লাহু তাআলা। সম্প্রতি সময়ে আহলে কোরআন তথা কুরানিক মুসলিম নামে বিভ্রান্ত একটি দল বের হয়েছে। যাদের মূল উদ্দেশ্য কোরআনের নাম করে এটাকে অপব্যাখ্যা করে আল্লাহর রাসূল সাঃ এর সহীহ হাদিস কে বাতিল করার অপচেষ্টার লিপ্ত। তারা ইসলামের মৌলিক বিধিবিধান যেমন সালাত, যাকাত, সিয়াম/রোযা, হজ ইত্যাদি মৌলিক আনুষ্ঠানিক ফরজ বিধানগুলো অস্বীকার করে সমাজে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে। তাদের আকিদা একদম নাস্তিক সেক্যুলারদের মতো, খ্রিস্টানদের মতো।
তাদের দাবি, একমাত্র কোরআন মানব কিন্তু কিভাবে কোরআন মানব সেটা প্রমাণ দিতে পারে না। আবার আসলে কোরআন মানা বলতে কি বোঝায় সেটাও তারা বলতে পারে না। কাজেই এসব লোকদের থেকে আমাদের যুব সমাজকে সতর্ক থাকতে হবে যারা মূলত কোরআনের নাম করে মিথ্যা অপপ্রচার এবং অপব্যাখ্যা সমাজে ছড়িয়ে দিতে চাচ্ছে।
https://islamicauthors.com/view/625d5c0d622a5123fa6a81d3/
২] রাসূল তোমাদের নিকট আল্লাহর...কিতাব এবং হিকমত শিক্ষা দেয় ও পবিত্র করে এবং আরো শিক্ষা দেয় যা তোমরা জানতে না।"[পবিত্র কোরআন ২:১২৯, ১৫১ ও ৩:১৬৪]
https://islamicauthors.com/view/625dafa1622a5123fa6a8bcc/
৩] আমরা হাদিস কেন মানতে বাধ্য?
https://www.islamicauthors.com/view/62763421622a5123fa6e1994/
৪] রাসূল ﷺ এর আনুগত্য কিভাবে করব? কোরআন যথেষ্ট হলে হাদিসের কী প্রয়োজন?
https://www.islamicauthors.com/view/627fda67622a5123fa6f604c/
৫] কুরআন বোঝা সহজ হলে হাদিস ও তাফসীর পড়ার প্রয়োজন হয় কেন?
https://www.islamicauthors.com/view/5f5ccae85ab50224472e3088/
৬] হাদিস মানতে হবে কেনো?
Comments
Post a Comment