Posts

Showing posts from February, 2022

পবিত্র কোরআন সংকলন ও সংরক্ষণ এর বিস্তারিত জবাব:

Image
লেখক: ড.যুবাইর মুহাম্মাদ এহসানুল হক এ প্রসঙ্গে আমরা ড. যুবাইর মুহাম্মাদ এহসানুল হক এর ' আমীরুল মুমিনীন উসমান ইবনু আফফান রাদিআল্লাহু আনহু ' গ্রন্থ থেকে কুরআন সংকলনের ইতিহাস উল্লেখ করছি। ‘উসমান (রা.) এর জীবনের সবচাইতে মূল্যবান কীর্তি হল কুরআন সংকলন। মনে রাখা আবশ্যক, আবূ বাকর (রা.) এর সময়ে সর্বপ্রথম কুরআন সংকলন করা হয়। তবে সর্বসাধারণের উপলব্ধির সুবিধার্থে এই পরিভাষা চালু হয়েছে যে, “ উসমান (রা.) কুরআনের সংকলক” । আসলে ব্যাপারটি তেমন নয়। উসমান (রা.) প্রথমবারের মতো কুরআন সংকলন করেননি; তিনি বরং সমগ্র মুসলিম উম্মাহকে এক হরফ বা এক ‘কিরাআত'-এর ওপর একত্র করেছিলেন বা একই ধরনের কিরাআত পদ্ধতির ওপর ঐক্যবদ্ধ করেছিলেন। কোন প্রেক্ষাপটে উসমান (রা.)-কে এক কিরাআতের ভিত্তিতে আল কুরআন একত্র করতে হয়েছিল আমরা তা আলোচনা করব। অবশ্য তৎপূর্বে আল কুরআন সংকলনের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে আলোকপাত করা দরকার। কুরআন সংকলনের পর্যায়সমূহ প্রথম পর্যায়: রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগ: অকাট্য দলীল দ্বারা এ কথা প্রমাণিত যে, যখনই আল কুরআনের কোন অংশ নাযিল হত তখনই রাসূলুল্লাহ(ﷺ) তা লিখিয়ে রাখতেন। কয়েকজন সাহ

পর্ব ২] "মহান আল্লাহর প্রতিশ্রুতি পূরণ" [সূরা আন নূর, ৫৫ আয়াত]

বিসমিল্লাহির রহমানির রহীম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা-২ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহু তা'আলা। মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলা পবিত্র কোরআন মাজীদের ২৪ নং সূরা আন নূর (النّور), আয়াত: ৫৫ তে এরশাদ করেছেন:- وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ অর্থঃ তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন