Posts

Showing posts with the label পবিত্র কোরআন মাজীদের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ

পর্ব ৩] রাসূল (ﷺ) এর জন্য আল্লাহই যথেষ্ট" [১৫ নং সূরা আল হিজর (الحجر), আয়াত: ৯৫]

Image
 বিসমিল্লাহির রহমানির রহীম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজকে পবিত্র কোরআন মাজীদের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ ১০ম পর্ব আলোচনা করতে যাচ্ছি। ইনশাআল্লাহু তা'আলা অবশ্যই সবাই ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে পড়বেন। পবিত্র কোরআনের ১৫ নং সূরা আল হিজর (الحجر), আয়াত: ৯৫ তে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা এরশাদ করেছেন:- إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ অর্থঃ আমিই যথেষ্ট তোমার জন্য, বিদ্রুপকারীদের বিরুদ্ধে।" [অনুবাদক: মুজিবুর রহমান] "Indeed, We are sufficient for you against the mockers." [Translator: Sahih International] অর্থাৎ মহান আল্লাহ্ তা'আলা এই আয়াতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (ﷺ) কে শান্তনা প্রদান করে বলেছেন যে," রাসূল (ﷺ) এর পক্ষ হয়ে তিনিই বিদ্রুপকারীদের বিরুদ্ধে যথেষ্ট অর্থাৎ তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এবং পাকড়াও করার জন্য যথার্থ ব্যবস্থা গ্রহণ করবেন।" এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে রাসূল...

পর্ব ২] "মহান আল্লাহর প্রতিশ্রুতি পূরণ" [সূরা আন নূর, ৫৫ আয়াত]

বিসমিল্লাহির রহমানির রহীম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা-২ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহু তা'আলা। মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলা পবিত্র কোরআন মাজীদের ২৪ নং সূরা আন নূর (النّور), আয়াত: ৫৫ তে এরশাদ করেছেন:- وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ অর্থঃ তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন ...

পর্ব ১] রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্নের সত্যতা"[সূরা ফাতহ ২৭]

বিসমিল্লাহির রাহমানির রাহীম বিষয়: পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ  আলোচনা: " রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্নের সত্যতা "[সূরা ফাতহ ২৭] \_________________________________________/ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআললাহ। আর এটা হলো " পবিত্র কোরআন যে মহান আল্লাহর বাণী" তার সততার সমর্থনে আমরা এর ভেতরের ভবিষ্যদ্বাণীগুলো একত্রিত করে সত্যান্বেষী পাঠকদের সামনে উপস্থাপন করছি। কারণ অনেক মুসলিমরাই হয়তো এসব জানেন না। তাই আমাদের উচিত নিজে সত্যকে প্রচার করি এবং অন্যকেও জানানোর সুযোগ দিয়ে তাদেরকে উৎসাহিত করি ইনশাআললাহ। যাই হোক আর কথা বৃদ্ধি করব না। মূল আলোচনায় আসা যাক! মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার বাণী। আর এর ভবিষ্যদ্বাণী সমূহ এটার ১০০% নিশ্চয়তা প্রদান করে। কেননা পবিত্র কোরআন মাজীদে বহু আগাম খবর দেওয়া...