Posts

Showing posts from March, 2022

পবিত্র কোরআন কী বলে-চাঁদের আলো প্রতিফলিত আলো?

Image
বিসমিল্লাহির রহমানির রহীম বিষয়: পবিত্র কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি সিরিজ। পবিত্র কোরআনে চাঁদের আলো সম্পর্কে কী বলা হয়েছে? এটার কী নিজস্ব আলো আছে নাকি নেই? আসুন এ সম্পর্কে কিছু তথ্য জানা যাক: প্রাচীন সভ্যতাগুলো বিশ্বাস করত যে, চাঁদ নিজেই নিজের আলো ছড়ায় কিন্তু আধুনিক বিজ্ঞান আজ আমাদের বলে যে, চাঁদের নিজস্ব কোন আলো নেই বরং চাঁদের যে আলো তা হলো প্রতিফলিত আলো অর্থাৎ ( Reflection Light )। আর মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন ১৪০০+ বছর আগে থেকেই এই ধ্রুবক সত্য বৈজ্ঞানিক তথ্যটি আমাদের কে জানিয়ে দিয়েছে ২৫ নং সূরা আল ফুরকান (الفرقان), আয়াত: ৬১-তে মহান আল্লাহ্ এরশাদ করেছেন:- تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَٰجًا وَقَمَرًا مُّنِيرًا অর্থঃ   কত মহান তিনি, যিনি নভোমন্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চাঁদ!"  [অনুবাদক: মুজিবুর রহমান] Blessed is He who has placed in the sky great stars and placed therein a [burning] lamp and luminous moon."  [Translator: Sahih International] [উল্লেখ্য  https://www.hadithbd.com/  এ তি

পৃথিবীর গোলাকার আকৃতি এবং এর ঘূর্ণায়মান সম্পর্কে পবিত্র আল কোরআন!

Image
   ১] পৃথিবীর আকৃতি সম্পর্কে...! অনেকেই জিজ্ঞেস করে পবিত্র কোরআন মাজীদে পৃথিবীর আকৃতি সম্পর্কে কী বলা হয়েছে? এটা সমতল নাকি গোলাকারের ন্যায় বস্তু? তো তাদের উদ্দেশ্যে বলি, সর্বোত্তম রব মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা’আলা সরাসরি পবিত্র কোরআন মাজীদে পৃথিবীকে গোলাকার বলেননি। হতে পারে আমাদের পিতৃপুরুষদের বিশ্বাস তারা পৃথিবীকে সমতল ভাবত সেহেতু হঠাৎ করেই পৃথিবীকে গোলক বলে দিলে তারা শয়তানের ধোঁকায় পড়ে ইসলাম ত্যাগ করত। ফলে আমরাও এই সত্য ও শাশ্বত শান্তির ধর্মে জন্ম নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম না। তাই মহাজ্ঞানী আল্লাহ্ তা'আলা এ বিষয়ে ইঙ্গিত দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছেন। কেননা মহান আল্লাহ পবিত্র কোরআন কে এমনভাবে নাযিল করেছেন যা সর্ব যুগের জন্য সঠিক ভাবে প্রযোজ্য এবং ব্যাখ্যাপূর্ণ। বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আর আমরা এমন যুগে এসে নিশ্চিত হয়েছি যে, পৃথিবীর আকৃতি সমতল নয় বরং গোলকের ন্যায়। আর পবিত্র কোরআন মাজীদেও পৃথিবী গোলাকার হওয়ার ইঙ্গিতপূর্ণ কথা নানাভাবে এসেছে। আসলে মহান রব পবিত্র কোরআনে অনেক বিষয়ে অসংখ্যবার ইঙ্গিতপূর্ণ এবং সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, যা (ইঙ্গিতপূ