Posts

Showing posts from May, 2022

পর্ব: ৫] কোরআনে কী সহীহ হাদিস মানার স্বীকৃতি আছে? আমরা সহীহ হাদিস মানতে কেন বাধ্য?

Image
  আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অসীম রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা খুবই গুরত্বপূর্ণ একটা টপিকে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর রাসূল ﷺ এর গায়েব বা ভবিষ্যদ্বাণী জানা সম্পর্কে: মহামহিমান্বিত আল্লাহ্ পবিত্র কোরআন মাজীদের ৭২ নং সূরা আল জ্বিনের ২৬ ও ২৭ নং আয়াতের মধ্যে বলেছেন: Al-Jinn 72:26 عَٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেন না - [অনুবাদক: মুজিবুর রহমান] English - Sahih International [He is] Knower of the unseen, and He does not disclose His [knowledge of the] unseen to anyone . Al-Jinn 72:27 إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًا তাঁর মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন। " [অনুবাদক: মুজিবুর রহমান] English - Sahih International Except whom He has approved of messenge

কোরআন মানতে গিয়েই সহীহ হাদিস মানতে বাধ্য কেন?

Image
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ তা'আলার রহমতে ভাল এবং সুস্থ আছেন। তো যাইহোক বাড়তি কথা না বলে মূল কথায় আসা যাক ইনশাআল্লাহু তাআলা। সম্প্রতি সময়ে আহলে কোরআন তথা কুরানিক মুসলিম নামে বিভ্রান্ত একটি দল বের হয়েছে। যাদের মূল উদ্দেশ্য কোরআনের নাম করে এটাকে অপব্যাখ্যা করে আল্লাহর রাসূল সাঃ এর সহীহ হাদিস কে বাতিল করার অপচেষ্টার লিপ্ত। তারা ইসলামের মৌলিক বিধিবিধান যেমন সালাত, যাকাত, সিয়াম/রোযা, হজ ইত্যাদি মৌলিক আনুষ্ঠানিক ফরজ বিধানগুলো অস্বীকার করে সমাজে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে। তাদের আকিদা একদম নাস্তিক সেক্যুলারদের মতো, খ্রিস্টানদের মতো।  তাদের দাবি, একমাত্র কোরআন মানব কিন্তু কিভাবে কোরআন মানব সেটা প্রমাণ দিতে পারে না। আবার আসলে কোরআন মানা বলতে কি বোঝায় সেটাও তারা বলতে পারে না। কাজেই এসব লোকদের থেকে আমাদের যুব সমাজকে সতর্ক থাকতে হবে যারা মূলত কোরআনের নাম করে মিথ্যা অপপ্রচার এবং অপব্যাখ্যা সমাজে ছড়িয়ে দিতে চাচ্ছে। তো আমরা এসব লোকদের থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি কোরআন, হাদিস, তাফসীর ইত্যাদি গ্রন্থগুলো বেশি বেশি পড়তে হবে, জা

পর্ব: ৪] আমরা হাদিস কেন মানতে বাধ্য?

Image
  আমরা কিভাবে আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করব? কী দিয়ে তাঁর আনুগত্য করব? কিভাবে তাঁর অনুসরণ করব? পবিত্র কোরআন যথেষ্ট হলে সহীহ হাদিসের কী প্রয়োজন? আমরা কী এটা মানতে বাধ্য? তাহলে আসুন এ সম্পর্কে কিছু আলোচনা করা যাক ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর রাসূল ﷺ ভবিষ্যদ্বাণী করে বলে গেছেন যে, "জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মাত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হবে। এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্‌র রাসূল! সে দল কোনটি? তিনি বললেনঃ আমি ও আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত।" অর্থাৎ যারা আল্লাহর রাসূল ﷺ এর আনীত পবিত্র কোরআন এবং তাঁর সুন্নাহ্ কে অস্বীকার করে এর বিরোধিতা করে তারাই এ ৭২ দলের অন্তর্ভুক্ত। এখন আসা যাক মূল আলোচনায়।  পার্ট: ১ আমি বনি। আর আমার শিক্ষক হলেন আমিন। তো আমি আমার শিক্ষকের প্রতিটি কথাই শুনি। বলতে পারেন তাঁর বাধ্যবাধকতা করি। কেননা তিনি আমার একজন সম্মানিত শিক্ষক, যিনি আমার মাথার মুকুট। তো তিনি একদিন আমাকে বললেন, "বনি, তোমাকে আমি একজনের কাছে পাঠাব, যার প্রতিটি কথা তুমি মনোযোগ স