Posts

Showing posts from January, 2022

পর্ব ১] রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্নের সত্যতা"[সূরা ফাতহ ২৭]

বিসমিল্লাহির রাহমানির রাহীম বিষয়: পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ  আলোচনা: " রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্নের সত্যতা "[সূরা ফাতহ ২৭] \_________________________________________/ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআললাহ। আর এটা হলো " পবিত্র কোরআন যে মহান আল্লাহর বাণী" তার সততার সমর্থনে আমরা এর ভেতরের ভবিষ্যদ্বাণীগুলো একত্রিত করে সত্যান্বেষী পাঠকদের সামনে উপস্থাপন করছি। কারণ অনেক মুসলিমরাই হয়তো এসব জানেন না। তাই আমাদের উচিত নিজে সত্যকে প্রচার করি এবং অন্যকেও জানানোর সুযোগ দিয়ে তাদেরকে উৎসাহিত করি ইনশাআললাহ। যাই হোক আর কথা বৃদ্ধি করব না। মূল আলোচনায় আসা যাক! মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার বাণী। আর এর ভবিষ্যদ্বাণী সমূহ এটার ১০০% নিশ্চয়তা প্রদান করে। কেননা পবিত্র কোরআন মাজীদে বহু আগাম খবর দেওয়া

রাসূলুল্লাহ্ ﷺ এর ক্ষমা প্রার্থনার অর্থ কী?

Image
বিসমিল্লাহির রহমানির রহীম খ্রিস্টান বনাম মুসলিম সংলাপ: বিষয়: রাসূলুল্লাহ সাঃ এর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের যথার্থ জবাব আলোচনা: রাসূলুল্লাহ সাঃ এর ক্ষমা প্রার্থনার অর্থ কী?তিনি কী পাপী ছিলেন?"(নাঊযুবিল্লাহ মিনযালিক) মূল লেখা: উপমহাদেশের প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ শায়েখ আল্লামা কিরানবী রহঃ এর লিখিত "ইযহারুল হক (সত্যের প্রকাশ) " বই থেকে সাহায্যকৃত \__________________________________________________/ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ্য আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যা তথাকথিত নাস্তিকরা সহ অমুসলিম খ্রিস্টান মিশনারিদের একটা প্রধান অভিযোগ সম্পর্কে, আর সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাঃ পাপী (নাঊযুবিল্লাহ মিনযালিক) হওয়ার বিষয়ে তারা কোরআনের বিশেষ কয়েকটি আয়াত পেশ করে ইসলাম কে আক্রমণ করতে চায় বিশেষ করে ত্রিত্ববাদী খ্রিস্টান পাদ্রী/মিশনারিরা।আর আয়াতগুলো নিম্নে উপস্থাপন করা হলো যাতে বলা হয়েছে সূরা আল মু'মিন (غافر), আয়াত: ৫