পর্ব ১] রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্নের সত্যতা"[সূরা ফাতহ ২৭]
বিসমিল্লাহির রাহমানির রাহীম বিষয়: পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ আলোচনা: " রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্নের সত্যতা "[সূরা ফাতহ ২৭] \_________________________________________/ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআললাহ। আর এটা হলো " পবিত্র কোরআন যে মহান আল্লাহর বাণী" তার সততার সমর্থনে আমরা এর ভেতরের ভবিষ্যদ্বাণীগুলো একত্রিত করে সত্যান্বেষী পাঠকদের সামনে উপস্থাপন করছি। কারণ অনেক মুসলিমরাই হয়তো এসব জানেন না। তাই আমাদের উচিত নিজে সত্যকে প্রচার করি এবং অন্যকেও জানানোর সুযোগ দিয়ে তাদেরকে উৎসাহিত করি ইনশাআললাহ। যাই হোক আর কথা বৃদ্ধি করব না। মূল আলোচনায় আসা যাক! মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার বাণী। আর এর ভবিষ্যদ্বাণী সমূহ এটার ১০০% নিশ্চয়তা প্রদান করে। কেননা পবিত্র কোরআন মাজীদে বহু আগাম খবর দেওয়া