পর্ব: ৫] কোরআনে কী সহীহ হাদিস মানার স্বীকৃতি আছে? আমরা সহীহ হাদিস মানতে কেন বাধ্য?
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অসীম রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা খুবই গুরত্বপূর্ণ একটা টপিকে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর রাসূল ﷺ এর গায়েব বা ভবিষ্যদ্বাণী জানা সম্পর্কে: মহামহিমান্বিত আল্লাহ্ পবিত্র কোরআন মাজীদের ৭২ নং সূরা আল জ্বিনের ২৬ ও ২৭ নং আয়াতের মধ্যে বলেছেন: Al-Jinn 72:26 عَٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেন না - [অনুবাদক: মুজিবুর রহমান] English - Sahih International [He is] Knower of the unseen, and He does not disclose His [knowledge of the] unseen to anyone . Al-Jinn 72:27 إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًا তাঁর মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন। " [অনুবাদক: মুজিবুর রহমান] English - Sahih International Except whom He has approved of messenge