পর্ব: ৩] আমরা হাদিস কেন মানতে বাধ্য?

আমরা সবাই জানি হযরত মুসা আঃ মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার সাথে কোন মাধ্যম ছাড়াই সরাসরি কথা বলেছিলেন অর্থাৎ আল্লাহ্ এবং মুসা আঃ এর কথোপকথনের মাঝে কোন মাধ্যম ছিল না। মহান আল্লাহ মুসা আঃ কে বনি ইস্রায়েল জাতির কাছে প্রেরণ করেছিলেন এবং তাঁর মাধ্যমে বনি ইসরাইল জাতিকে অত্যাচারী এবং পাপিষ্ঠ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন যা বাইবেল এবং পবিত্র কোরআন থেকে জানা যায়। মহান আল্লাহ তাঁর উপর পবিত্র তাওরাত কিতাব নাযিল করলেন। আর এই তাওরাত কিতাব পালনকারীরাই পৃথিবীতে ইহুদি নামে পরিচিত। ইহুদিরা নিজেদের কে মুসা আঃ এর অনুসারী হিসেবে পরিচয় দেয়। তো তাঁরা প্রিয় নবী মুহাম্মদ মুহাম্মদ ﷺ এর নবুয়্যত সম্পর্কে তাওরাত থেকেই অবগত হয়েছিল। এরপরেও তারা হঠকারিতা প্রদর্শন করে রাসূল ﷺ কে বিভিন্ন প্রশ্ন করত। ইহুদিরা রাসূল ﷺ কে বলল,"আপনি যদি সত্যিই নবী হন, তাহলে আল্লাহর সঙ্গে কথা বলেন না কেন, তাঁকে দেখেন না কেন, যেমন মুসা আঃ কথা বলেছেন এবং দেখেছেন? আপনি এরুপ না করা পর্যন্ত আমরা ইমান আনব না। তখন রাসূল ﷺ বলেন মুসা আঃ আল্লাহ্ তা'আলাকে দেখেননি। তখন এ আয়াত নাযিল হয়।" [তাফসীরে কুরতুবি ৪২:৫১] মহামহিমা...