পর্ব: ২] হাদিস আমরা কেন মানতে বাধ্য ?
মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলা সকল মানবজাতির হেদায়েতের জন্য অর্থাৎ সত্য ও শাশ্বত পথ নির্দেশনা দানের জন্য মহান একটা গ্রন্থ পাঠিয়েছেন সকল যুগের উপযোগী করে, যাতে রয়েছে জ্ঞানের দিক থেকে পরিপূর্ণ সত্য বাণী, আদেশ-নিষেধ, উপদেশ, উপমা আর নিদর্শন সমূহ। এটা নির্দিষ্ট ভাবে নয় কোন বিজ্ঞান অথবা ভূগোল গ্রন্থের ন্যায় কোন বই। বরং এটা হলো পরিপূর্ণ হেদায়েত গ্রন্থ। তো মহান আল্লাহর প্রতিটি কথাই সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবেই উত্তম বাণী এবং বহুত গভীর ও তাৎপর্যময়। তিনি একটি অক্ষর, শব্দ, বাক্যের মাধ্যমে বহু কিছুই জানিয়ে দিয়েছেন মানব জাতিকে। তিনি একটি অক্ষর বা শব্দের মাধ্যমে কোরআনের অলৌকিকতা, একটা বাক্যের মাধ্যমে কোন জাতির সমগ্র ইতিহাসকে তুলে ধরেছেন। এটাই কোরআনের সৌন্দর্য্য, কোরআনের অলৌকিকতা/রহস্য, কোরআনের উপস্থাপন ভঙ্গি। হ্যাঁ, তিনিই সেই অধিপতি যিনি কোরআন নাযিলের পেছনে বহু কারণ রেখেছেন, তাঁর প্রতিটি কথা নাযিলের পেছনে বহু যৌক্তিক এবং যথার্থ কারণ রয়েছে। তিনিই কোরআনে দুই ধরনের কথা উপস্থাপন করেছেন; একটা সরাসরি সুস্পষ্ট আরেকটা অস্পষ্ট। তবে স্পষ্ট আয়াতের সংখ্যাই সর্বাধিক। এর পেছনেও অবশ্যই জ্ঞানীদের জন্য